• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

সিন নদীতে চোখজুড়ানো বৃষ্টি-ভেজা উদ্বোধন অলিম্পিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৭:২৯ এএম
সিন নদীতে চোখজুড়ানো বৃষ্টি-ভেজা উদ্বোধন অলিম্পিকের
প্যারিস অলিম্পিকের চোখজুড়ানো উদ্বোধন। ছবি : সংগৃহীত

ভালোবাসা ও সৌন্দর্যের শহর প্যারিসে এবারের অলিম্পিক গেমস। কোন স্টেডিয়ামে নয়, এই অলিম্পিকের উদ্বোধন হয়েছে প্যারিসের সিন নদীতে। 

শুক্রবার গভীর রাতে মনজুড়ানো এই উদ্বোধন অনুষ্ঠান হলো। চমক ছিল, খেলোয়াড়দের নৌকায় করে আসা। ৮৪টি ছোট ও বড় নৌকা করে বাংলাদেশসহ ২১১টি দেশের ক্রীড়াবিদ হাজির হন। আর নদীর পাড়ে হলো বিভিন্ন অনুষ্ঠান। কখনও গান গাইলেন লেডি গাগা। কখনও পরিচয় করানো হলো ফরাসি সংস্কৃতির। কিন্তু সবই হয়েছে অবিরাম বৃষ্টির মধ্যে। 

রাত সাড়ে ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবল তারকা জিনেদিন জিদানের হাতে ছিল মশাল। প্রায় চার ঘণ্টা ধরে চলে আকর্ষনীয় পর্ব। 

প্রথমে প্রবেশ করে গ্রিসের দল। তারপর বাংলাদেশ সহ বাকি দলগুলো। ১৮২০ সালের দিকে সৃষ্টি হওয়া বিশেষ নাচ ফিরিয়ে আনা হলো এই আয়োজনে। পারফর্ম করলেন ফরাসি জনপ্রিয় শিল্পি আয়া নাকামুরা। 

সবশেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্র ঘোষণা করলেন এবারের অলিম্পিক গেমসের।

অনুষ্ঠানের শেষটা হয় বিখ্যাত মার্কিন গায়িকা সেলিন ডিওনের পারফরম্যান্সের মধ্য দিয়ে। দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞের পদকের লড়াই শুরু হচ্ছে।

Link copied!