• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চোখধাঁধানো সমাপনী, পদকে সেরা চীন, কোনো অর্জন নেই বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:১৯ পিএম
চোখধাঁধানো সমাপনী, পদকে সেরা চীন, কোনো অর্জন নেই বাংলাদেশের
প্যারিসের প্যারালিম্পিক শেষ হলো চোখ ধাঁধানো সমাপনীতে। ছবি : সংগৃহীত

মনোমুগ্ধকর সংগীত, চমৎকার প্যারেড আর বাজির আলোর উজ্জ্বল আকাশ- এই সব চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যারালিম্পিক আসর।

প্যারিসের মেয়র প্য়ারালিম্পিকের পতাকা তুলে দিলেন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্টের হাতে। তিনি তা তুলে দিলেন লস অ্যাঞ্জেলসের মেয়রের হাতে। ২০২৮ সালে সেখানেই আবার বসবে প্যারালিম্পিকের আসর।

ফ্রান্সে প্যারালিম্পিক শেষ হলো। যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও আবার অসাধারণ পারফরম্যান্স করলেন প্রতিযোগীরা। তারা দেখিয়ে দিলেন, কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা যায়।

প্যারালিম্পিকের পদক তালিকায় এক নম্বরে আছে চীন। তারা ৯৪টি সোনা জিতেছে। ২০০৪ থেকে তারাই পদক তালিকায় এক নম্বর দেশ। চীনের ত্রীড়াবিদরা ৭৬টি রুপা ও ৫০টি ব্রোঞ্জও জিতেছেন।

পদক তালিকায় দুই নম্বরে আছে যুক্তরাজ্য। ৪৯টি সোনা, ৪৪টি রুপা ও ৩১টি ব্রোঞ্জ জিতে নিয়েছেন যুক্তরাজ্যের ক্রীড়াবিদরা।

৩৬টি সোনা, ৪২টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র আছে তিন নম্বরে।

আয়োজক দেশ ফ্রান্স পেয়েছে ১৯টি সোনা, ২৭টি করে রুপা ও ব্রোঞ্জ। তারা আছে অষ্টম স্থানে।

বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। এক মাস আগেও প্যারিসে মূল অলিম্পিকেও বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি।

Link copied!