আবারও সন্ত্রাসী হামলের কবলে পড়েছে পাকিস্তানের ক্রিকেট। নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি প্রদর্শনী ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার দায় নিয়েছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের আগে কোয়েটার নবাব আকবর বুগতি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশাওয়ার জালমি।
স্টেডিয়াম থেকে কয়েক মাই দূরে পুলিশ লাইন্স এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেে। যে ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে খেলাও বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।
নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানিয়েছেন, সতর্কার জন্য ম্যাচটি কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল। এরপর বিপদের আশঙ্কা কেটে যাওয়া ম্যাচটি আবার শুরু করা হয়।
এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের মতো তারকারা খেলছিলেন। এই ম্যাচেই ওয়াহাব রিয়াজকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছেন ইফতিখার আহমেদ।