ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪টি গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। কিন্তু ২৫তম শিরোপার জন্য অপেক্ষা বাড়ল তার।
চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন তিনি। চোটের কারণে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলা সম্ভব হল না তার পক্ষে। ফলে প্রথম সেটের পরই ম্যাচ ছেড়ে দিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে গিয়েছিলেন।
শুক্রবার প্রথম সেটটি চলে এক ঘণ্টা ২১ মিনিট ধরে। টাইব্রেকারে গিয়ে হার মানেন জোকোভিচ। তারপরই ম্যাচ ছেড়ে দেন। সেই সঙ্গে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জেরেভ। হাত নাড়তে নাড়তে দর্শকদের বিদায় জানিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ।
৩৭ বছরের জোকোভিচ যে পুরোপুরি সুস্থ নন, তা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। তাকে কখনও দেখা গিয়েছিল ইনহেলার নিতে, কখনও কোর্টেই শুশ্রূষার ব্যবস্থা করতে হয়েছিল। কিন্তু তখন ম্যাচ ছাড়তে হয়নি। শ্বাসকষ্ট নিয়ে খেলেও ম্যাচ জিতেছিলেন। তবে শুক্রবার পারলেন না। বাধ্য হলেন ম্যাচ ছাড়তে।
১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু জোকোভিচ এখন দু’টি ম্যাচের মাঝে সুস্থ হতে বেশি সময় নিচ্ছেন। সেমিফাইনালে খেলতে নামার আগে যা নিয়ে চিন্তা ছিল তার। সেই সঙ্গে চোট রয়েছে কুঁচকিতে। জোকোভিচ তাই বলেছিলেন, ‘২০২৩ সালেও আমার এই চোট ছিল। আমি একটা করে দিন ভেবে এগোতে চাই। এখন দ্রুত সুস্থ হওয়াই আমার লক্ষ্য। চিন্তা রয়েছে। শারীরিক অবস্থা নিয়ে সত্যিই চিন্তা রয়েছে। কিন্তু যদি আমি শারীরিক ভাবে ঠিক থাকি, তা হলে মানসিক ভাবেও ঠিক থাকব।’
কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে খেলতে হয়েছিল স্পেনের কার্লোস আলকারাজের সঙ্গে। সেখানে পিছিয়ে পড়েও জেতেন তিনি। তাই পিছিয়ে পড়েও কীভাবে ফিরে আসতে হয়, তা ভালই জানেন তিনি। কিন্তু শুক্রবার পিছিয়ে পড়ার শরীর সঙ্গ দিল না তার। ফলে আর ফিরে আসা হল না।