খুব বেশি দেরি নেই ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লিগের নতুন মৌসুম। আগামীকাল বৃহস্পতিবার শুরু লা লিগা। শুক্রবার মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ান। এরপর সিরি আ। ২৩ আগষ্ট শুরু বুন্দেসলিগা।
নতুন মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াবে লা লিগা। বৃহস্পতিবার গেটাফে ও অ্যাথলেটিকো বিলবাও ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ২৭ অক্টোবর। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফিরতি লেগ পরের বছর ১১ মে। ন্যু ক্যাম্পের সংস্কার কাজ চলমান থাকায় এবারও বার্সার হোম ভেন্যু এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজ।
লা লিগার পরদিনই মাঠে গড়াবে প্রতিদ্বন্দ্বিতা ও জৌলুসে সবার চেয়ে এগিয়ে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ। সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির পাশাপাশি ইপিএলে ফিরছে ইপসউইচ টাউন ও সাউদাম্পটন।
টানা পঞ্চম শিরোপার রেকর্ড গড়ার মিশন পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য ম্যান সিটির। য়্যুর্গেন ক্লপ অধ্যায় শেষে নতুন যুগের অপেক্ষায় লিভারপুল। ২৯ সেপ্টম্বর প্রথম ম্যানচেষ্টার আর ২৭ অক্টোবর হবে লন্ডন ডার্বি।
একই দিন শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ান। তবে মেসি-নেইমারের পর এমবাপে প্রস্থানে এবার কিছুটা রং হারাবে ফরাসি লিগটি। প্রথম দিন প্রথম ম্যাচে নামবে পারি সা জার্মেই (পিএসজি)।
১৭ আগস্ট সিরি আ শুরু হবে ইন্টার মিলান-জেনোয়া লড়াই দিয়ে। যা হবে ইতালিয়ান লিগের ১২৩ তম আসর। ২১ বছর পর ফিরছে কোমো। তাদের সঙ্গী পারমা ও ভেনেৎসিয়া।
শীর্ষ ৫ লিগের মধ্যে সবার শেষে মাঠে গড়াবে বুন্দেসলিগা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে বায়ার্ন মিউনিখ এবং গেলো আসরে রূপকথার জন্ম দেয়া বেয়ার লেভারকুসেন মাঠে নামবে আলাদা আলাদা ম্যাচে।