• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০১:৫০ পিএম
সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে প্রথম যে কাজ করার দরকার ছিল সেটা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে।এবার আরও একটি কাজ বাকি রয়েছে নারী দলটির।

বাংলাদেশকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে খেলতে হবে। সেখানে কমপক্ষে দরকার ১টি জয়। কিন্তু কাজটা বেশ কঠিন। কারণ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজে সিরিজটি হবে।  

২০২২ সাল থেকে শুরু হওয়া আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশ এই মুহুর্তে আছে সপ্তম স্থানে। ৬টি দল সরাসরি জায়গা করে নেবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে। 

নারী চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলছে। বাংলাদেশ নিজেদের ৭ সিরিজ শেষে জয় পেয়েছে ৭ ম্যাচে। হেরেছে ৯ ম্যাচ। ১ ম্যাচ হয়েছে টাই আর ৪ ম্যাচ ছিল পরিত্যক্ত। নিজেদের শেষ তিন ম্যাচে বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সমীকরণ তাই একটিই, জিততে হবে কমপক্ষে একটি ম্যাচ।

আয়ারল্যান্ড সিরিজের পর পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের আগে বাংলাদেশ ছিল নবম স্থানে। ২১ ম্যাচে তাদের অর্জন ১৯ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডের সবশেষ সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ছয় নম্বরের মধ্যে থাকতে হবে। এক ম্যাচ জিতলেই ছয় নম্বরে উঠে যাবে বাংলদেশ। তবে বেশি নিরাপদ থাকতে চাইলে অন্তত দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই। তালিকায় ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। তাদের আর কোনো খেলা নেই। এক অর্থে পাকিস্তান বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। কিন্তু ১৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের রয়েছে বাংলাদেশের সঙ্গে তিনটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ যদি বাংলাদেশকে তিনটি ম্যাচেই হারিয়ে দেয়, তাহলে তাদের সংগ্রহে থাকবে ২০ পয়েন্ট। তবে তারা একটি ম্যাচ হারলেই বাংলাদেশের পয়েন্ট হবে ২১। বাংলাদেশ দুটি ম্যাচ জিতলে ২৩ পয়েন্ট হবে তাদের। আর বাংলাদেশ তিন ম্যাচই জিতলে পয়েন্ট হবে ২৫।

অস্ট্রেলিয়া (২৮ পয়েন্ট), ইংল্যান্ড (২৮), ভারত (২৫) এবং দক্ষিণ আফ্রিকার (২৩) সরাসরি বিশ্বকাপে উঠা নিশ্চিত হয়ে গেছে। এখন সরাসরি উঠার লড়াইয়ে আছে চারটি দেশ বাংলাদেশ (১৯), শ্রীলঙ্কা (২২) নিউজিল্যান্ড (২০) এবং ওয়েস্ট ইন্ডিজ (১৪)। এই চার দেশের দুই দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। বাকি দুই দল পাকিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে বাছাইপর্বে খেলবে।  

Link copied!