আফগানদের বিপক্ষে প্রতিশোধ নিয়ে সিরিজে সমতা টাইগারদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ১২:০৫ এএম
আফগানদের বিপক্ষে প্রতিশোধ নিয়ে সিরিজে সমতা টাইগারদের
বল হাতে আফগান শিবিরে কাঁপন ধরান মিরাজ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাছে ৯২ রানের হারের প্রতিশোধ বাংলাদেশ নিয়েছে ৬৮ রানের জয় দিয়ে। শনিবার রাতে আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে ২৫২ রানের জবাবে স্বাগতিক আফগানরা ৪৩.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়। 

বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরি এবং সৌম্য সরকার ও জাকের আলির ব্যাটিং নৈপূন্যে বাংলাদেশ লড়াকু স্কোর গড়ে। শান্ত ১১৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭৬ রান করেন। সৌম্য ৪৯ বলে ৩৫ রান করেন। জাকের আলি ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন। এছাড়া, তানজিদ তামিম ২২, মেহেদি হাসান মিরাজ ২২, নাসুম আহমেদ ২৫ রান করেন।

আফগানিস্তানের খারট ৩টি এবং রশিদ খান ও ঘজনফার ২টি করে উইকেট লাভ করেন।

আফগানিস্তানের ইনিংসে রহমত শাহ ৫২, সাদেকুল্লাহ অটল ৩৯, গুলবদিন নাইব ২৬, নবি ১৭ রান করেন। 

বাংলাদেশের নাসুম ৩টি এবং মোস্তাফিজুর রহমান ও মিরাজ ২টি করে উইকেট পান। 

শান্ত ম্যাচসেরা হন। 

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ লাভ করবে।

Link copied!