• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ইংলিশ পুরুষ প্রিমিয়ার লিগে নারী রেফারি রেবেকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:২১ পিএম
ইংলিশ পুরুষ প্রিমিয়ার লিগে নারী রেফারি রেবেকা
রেবেকা ওয়েলচ। ছবি: সংগৃহীত

২০১০ সাল থেকে রেফারির দায়িত্ব পালন করছেন রেবেকা ওয়েলচ। ১৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রেবেকা এরআগে পুরুষদের ফুটবল ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছেন মাঠের বাইরে থেকে। তিনি গত ৪ নভেম্বর ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যাম ম্যাচে ওই দায়িত্বে ছিলেন।  

আগামী ২৩ ডিসেম্বর তিনি সরাসরি মাঠের রেফারি হিসেবে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম ও বার্নলির ম্যাচে। যে ঘোষণা আসে বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর)।  

নতুন এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে ৪০ বছর বয়সী রেবেকা এক অনন্য ইতিহাস গড়তে চলেছেন।

রেবেকার জন্ম ইংল্যান্ডের ওয়াশিংটনে। ২০১৫ থেকে তিনি ফিফার প্যানেলে রয়েছেন। 

শুধু নারী রেফারিই নয়, ডিসেম্বরেই ইংল্যান্ড দেখবে কৃষ্ণাঙ্গ নারী রেফারিও। ১৫ বছর পর প্রিমিয়ার লিগে কৃষ্ণাঙ্গ নারী রেফারির দায়িত্ব পালন করবেন। স্যাম উইলসন সেই দায়িত্ব পেতে চলেছেন। ২৬ ডিসেম্বর তিনি শেফিল্ড ইউনাইটেড ও লিউটনের ম্যাচ পরিচালনা করবেন।

Link copied!