একদিন আগে যিনি ক্রিকেট ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন ইংলিশ কাউন্টি ক্লাব ওরচেস্টারশায়ারের হয়ে। ২০ বছর বয়সী সেই জোশ বেকার হঠাৎ করেই মারা গেলেন।
বেকারের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে তার দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন। বেকারের মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। যারা তাকে চিনতেন তারা শোকাহত হয়েছেন এবং বেকারের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না।
বেকারের মৃত্যুর খবর দিয়েছে ওরচেস্টারশায়ার ক্লাব। তবে ক্লাবটি বেকারের মৃত্যুর কারণ প্রকাশ করেনি। বেকারের জন্মদিন ১৬ মে। কিন্তু জন্মদিনের আগেই ক্রিকেট দুনিয়াকে শোকের ছায়ায় ডুবিয়ে দিল বেকারের মৃত্যুর খবর।
ওরচেস্টারশায়ার দলের স্পিনার ছিলেন বেকার। এই বাঁহাতি স্পিনার ২০২১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট এবং ২৫টি সাদা বলের ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন।
ওরচেস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলে জাইলস বেকারের মৃত্যুতে শোকাহত হয়েছেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ জাতীয় দলের সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমাদের কাছে তিনি একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি আমাদের ক্রিকেট পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা তাকে খুব মিস করব। আমাদের পূর্ণ সহানুভূতি জোশের পরিবার এবং তার বন্ধুদের সঙ্গে থাকবে।’
রেডডিচে জন্মগ্রহণকারী, বেকার নিউ রোডে বয়সভিত্তিক ক্রিকেট খেলা শুরু করেন এবং সেখান থেকে উঠে এসেছেন। তিনি অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড দলের হয়েও খেলেছেন। ভালো বোলার হওয়ার পাশাপাশি বেকার ব্যাটিংয়েও ভালো ছিলেন।