বাংলাদেশ নারী দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মনজুরুল ইসলাম মঞ্জুকে। তার স্থলাভিষিক্ত কে হবেন এটা নিয়ে ছিল সংশয়। অবশেষে নারী দলের কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নারীদের কোচিং প্যানেলে যুক্ত হয়েছে ইয়ান ডুরান্টের নাম। গত কাল বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোচ নিয়োগের বিষয়টি জানিয়েছে বিসিবি।
ডুরান্ট বেশ অভিজ্ঞতাসম্পন্ন কোচ। তিনি ১০ বছর ইংলিশ নারী দলের সাথে কাজ করেছেন। এছাড়া দেশটির ঘরোয়া ক্রিকেটেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফর্ম্যান্স কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে নারী দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে ও সহকারি কোচ ফয়সাল হোসাইন।
এই ইংলিশ কোচ বাংলাদেশে চলে এসেছেন। গণমাধ্যমের সাথে কথা বলে ডুরান্ট জানান, "আমি বাংলাদেশ নারী দলের সাথে যুক্ত হতে পেরে আন্দোলিত। সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। দারুণ একটি বছর অপেক্ষায় আছে। আমি শুরু করতে প্রস্তুত।"