• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইংল্যান্ডের আত্মবিশ্বাস শেষ হয়ে গেছে, ধারণা নাসির হুসেইনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৮:৫৯ পিএম
ইংল্যান্ডের আত্মবিশ্বাস শেষ হয়ে গেছে, ধারণা নাসির হুসেইনের
ছবি: সংগৃহীত

ফেভারিট তকমা নিয়ে এবারের বিশ্বকাপটা শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে চার সেমিফাইনালিস্টদের একটা দল হবে ইংল্যান্ড ধরেই নিয়েছিল সাবেক ক্রিকেটাররা। তবে, মাঠে দেখা মিলছে অন্য এক ইংল্যান্ডকে। বিশ্বকাপের শুরুতেই তাদের হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে কামব্যাক করে দলটি। কিন্তু পরের ম্যাচেই শিকার হয় অঘটনের। হেরে বসে আফগানিস্তানের বিপক্ষে। আর চতুর্থ ম্যাচে তো থ্রি-লায়ন্সরা পাত্তাই পাইনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হেরে বসে বিশাল ব্যবধানে। 

২০১৯ বিশ্বকাপেও ৯ ম্যাচের তিনটিতে হেরেছিল বেন স্টোকসরা। সেখান থেকে তারা হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এবারও এমনটা হবে বলে মনে করছেন দলটির সাবেক অধিনায়ক নাসির হুসেইন।

 নাসির হুসেইন বলেন, “ইংল্যান্ডকে আমার কাছে এমন একটি দল মনে হচ্ছে, যাদের কোনো আত্মবিশ্বাস নেই। এই তিন হার তাদের বড় ধাক্কা দিয়েছে। শেষ বিশ্বকাপেও তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। কিন্তু তাদের সে সময় দেখে মনে হয়েছিল, তারা ক্যামব্যাক করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। তাদের খেলা দেখেও মনে হচ্ছিল তারা ঘুরে দাঁড়াতে পারবে। এখন বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের বাকি ম্যাচ জিততে হবে। তবে তাদের দেখে এই মুহূর্তে মনে হচ্ছে না, তারা সেটা করার মতো দল। কারণ তাদের আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে না তেমন।”

Link copied!