চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়েন জস বাটলার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে টানা হার দেখায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো দেশটির নারী দলের অধিনায়ক হিথার নাইট।
শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিবর্ণ হারের পর শুক্রবার (২১ মার্চ) ইংল্যান্ড নারী দলের কোচ থেকে পদত্যাগ করেছিলেন জন লুইস। অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে খেলে যাবেন নাইট। ২০২৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত, ইংল্যান্ডকে ১৯৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে ২০১৭ সালের বিশ্বকাপ এবং দুইবার দলকে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে জিতেছেন ১৩৪ ম্যাচ। যা ইংল্যান্ডের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় দ্বিতীয়।
এ ছাড়া নাইট ইংল্যান্ড দলকে টানা আটটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়ার পথে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ২০২৩ সালের ঘরের মাঠে অ্যাশেজ সিরিজও আছে। ২০১০ সালে অভিষেক হয়েছিল নাইটের। ১০ বছরের মাথায় ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার (পুরুষ ক্রিকেট ধরলেও) হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর, ইসিবি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নাইটের উত্তরসূরি শিগগিরই নিযুক্ত করা হবে।