প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। রোববার চতুর্থ দিনে জয়ের জন্য ১০৪ রানের টার্গেট পায় ইংল্যান্ড। তারা সেই রান করে ফেলে মাত্র ২ উইকেট হারিয়ে।
এর আগে নিউজিল্যান্ড দুই ইনিংসে ৩৪৮ ও ২৫৪ রান করে। আর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ৪৯৯ রান।
ইংল্যান্ড যে ক্রাইস্টচার্চে জয় পেয়ে সিরিজে এগিয়ে গেল, সেটা আবার তাদের অধিনায়ক বেন স্টোকসের জন্মস্থান। নিজের জন্মস্থানে এমন জয় স্টোকসের জন্য অবশ্যই বিশেষ কিছু।
ইংল্যান্ডের ব্রাইডন কার্স ম্যাচসেরা হন। তিনি দুই ইনিংস মিলে মোট ১০টি উইকেট নেন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক প্রথম ইনিংসে ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছন।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন, তবে তা দলের জন্য কোনো কাজে লাগেনি। ৬ ডিসেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় এবং ১৪ ডিসেম্বর হ্যামিলটনে তৃতীয় টেস্ট শুরু হবে।