• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএসএলে খেলার অনুমতি পাচ্ছেন না ইংলিশরা, আরেক ধাক্কা খেল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:০৯ পিএম
পিএসএলে খেলার অনুমতি পাচ্ছেন না ইংলিশরা, আরেক ধাক্কা খেল পাকিস্তান
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

‘মরার উপর খাঁড়ার ঘা’। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে মহাঝামেলায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় দলকে কোনোভাবেই পাকিস্তানে আনতে পারছে না পিসিবি। এবার পাকিস্তানের ঘুম কেড়ে নিলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে তাদের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে ইসিবি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আসলে পিএসএলের সূচি আর ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমের সূচি একই সময়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের প্রাপ্যতা ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, এই সমস্যা কাটিয়ে উঠতে পিএসএলে খেলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কোনও সমস্যা নেই বলেই জানা যাচ্ছে। ইংল্যান্ড সম্প্রতি আইপিএলের পরবর্তী তিন মৌসুমের জন্য তার খেলোয়াড়দের সম্পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত করেছে।

ইংলিশ খেলোয়াড়দের আইপিএল ব্যতীত সারা বিশ্বে পিএসএল এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। যা গ্রীষ্মে ঘরোয়া মৌসুমের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। দ্য টেলিগ্রাফের একটি রিপোর্ট এমনটা দাবি করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসিবি খেলোয়াড়দের ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেডের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেবে না। বোর্ড নিশ্চিত করেছে যে দুর্নীতির সন্দেহে থাকা খেলোয়াড়দের লিগ থেকে নিষিদ্ধ করা হবে এবং ‘ডাবল-ডিপিং’ থেকে আটকানো হবে।

নতুন নীতির অধীনে, ইংলিশ খেলোয়াড়রা যারা আর প্রথম-শ্রেণির ক্রিকেট খেলবেন না তারাও ইংলিশ ঘরোয়া সাদা বলের খেলা মিস করতে পারবেন না। ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছেন, ‘আমাদের খেলা এবং প্রতিযোগিতার অখণ্ডতা রক্ষা করতে হবে। এই নীতি খেলোয়াড় এবং পেশাদার কাউন্টিদের অনাপত্তি শংসাপত্র প্রদানের বিষয়ে আমাদের পদ্ধতির বিষয়ে স্পষ্টতা প্রদান করে।’

পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করার কথা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে মার্চ-এপ্রিলের মধ্যে পিএসএল অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, ১৪ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে পিএসএল উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তবে জোস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান এবং রিস টপলির মতো ইংলিশ খেলোয়াড়দের আইপিএল ২০২৫-এ খেলতে দেখা যাবে।

Link copied!