আগের টেস্টে সাজিদ খান আর নোমান আলির কাছেই নাকাল হয়েছিল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্টেও পাকিস্তানি এই দুই স্পিনার দাপট দেখাচ্ছেন। তাদের ঘূর্ণির সামনে ২৬৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। পেস বোলিংয়ের প্রয়োজনই দেখেনি পাকিস্তান।
১২৮ রান সাজিদ খান একাই নিয়েছেন ৬ উইকেট। ৮৮ রানের বিনিময়ে নোমান আলির শিকার ৩টি।
ইংল্যান্ডের একটা সময় বেশ খারাপ অবস্থা ছিল। ১১৮ রানে তারা হারিয়েছিল ৬ উইকেট। সপ্তম উইকেটে লোয়ার অর্ডারের গুস এটকিনসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। জুটিতে ১০৭ রান যোগ করেন তারা।
এটকিনসন ৩৯ করে আউট হলে ভাঙে এই জুটি। জেমি স্মিথ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ১১৯ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৮৯ রান করা স্মিথকে শেষ পর্যন্ত আউট করেন লেগস্পিনার জাহিদ মাহমুদ।
জবাব দিতে নেমে প্রথম দিনের খেলাশেষে ৩ উইকেটে ৭৩ রান তুলেছে পাকিস্তান। ১৪ করে আউট হয়েছেন আবদুল্লাহ শফিক। সাইম আইয়ুব ১৯ ও কামরান গুলাম ৩ রানে ফিরে যান। অধিনায়ক শান মাসুদ ও সউদ শাকিল ১৬ রান করে নিয়ে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের হয়ে উইকেট তিনটি নেন জ্যাক লেস, শোয়েব বশির ও গাস আটকিনসন।
প্রধম টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় টেস্টে পাকিস্তান জয়ী হয়। ফলে তৃতীয় টেস্টটি একঅর্থে ফাইনাল রূপ নিয়েছে।