• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগের দিনই প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৩:০৪ পিএম
আগের দিনই প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার
প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে সোমবার। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই অনুষ্ঠিত হবে ভারতের সঙ্গে পাঁচ টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফি। যা নিয়ে দু’পক্ষের বেশ উন্মাদনা চলছে। তবে তার আগে আরেকটি রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

প্রথম ওয়ানডের আগেই উভয় দেশ একাদশ ঘোষণা করেছে। পাকিস্তানের একাদশে বড় চমক ৫ পেসারের নাম।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক হিসেবে অভিষেক হবে সালমান আলি আগার। এ ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন তিন অভিজ্ঞ তারকা– শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও তরুণ মোহাম্মদ হাসনাইন।

সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– স্বাগতিকদের পেস আক্রমণেই জবাব দিতে চায় পাকিস্তান। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ড সিরিজের মাঝে দলে জায়গা হারানো বাবর আজমের প্রত্যাবর্তন হতে যাচ্ছে। নিজেদের মাঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজকে লক্ষ্য বানাতে চায় রিজওয়ানের দল। ব্যাট হাতে ধুঁকতে থাকা বাবরও নিশ্চয়ই দুই ফরম্যাটের সিরিজে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে চাইবেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার পরবর্তী নতুন যুগে রয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজেদের প্রথম ওয়ানডে সিরিজে তারা সেপ্টেম্বরে ইংল্যান্ড থেকে জয় নিয়ে ফিরেছে ৩-২ ব্যবধানে। পাকিস্তান সিরিজে পিতৃত্বকালীন ছুটির কারণে থাকছেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

এ পর্যন্ত দুই দল পরস্পরের বিপক্ষে ১০৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে অস্ট্রেলিয়া ৭০টি ও পাকিস্তান ৩৪টি ম্যাচে জয়লাভ করেছে। তিনটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আর একটি ম্যাচ টাই হয়েছে।  

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলি আগা, ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট শর্ট, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

Link copied!