• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ. আফ্রিকা সফরের আগেই বাদ পড়ছেন গম্ভীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০২:২২ পিএম
দ. আফ্রিকা সফরের আগেই বাদ পড়ছেন গম্ভীর
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতিয়ে দিয়েই দলের হেড কোচের পদ থেকে অব্যহতি নেন সাবেক তারকা ব্যাটার রাহুল দ্রাবিড়। সাফল্যের এমন একটা শিখরে জাতীয় দলকে রেখে যান দ্রাবিড়, যেখান থেকে ভারতীয় দলের পারফর্ম্যান্স গ্রাফ ঊর্ধ্বমূখী রাখাই আসল চ্যালেঞ্জ ছিল নতুন কোচ গৌতম গম্ভীরের সামনে। চ্যালেঞ্জটা কতটা কঠিন, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন গম্ভীর।

গৌতমের কোচিংয়ে ভারতীয় দল এখনও কোনও আইসিসি ইভেন্টে মাঠে নামেনি। তবে নতুন কোচের অধীনে দ্বিপাক্ষিক সিরিজের প্রাথমিক পরীক্ষায় ফুলমার্সক পায়নি ভারত। গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে ভারতকে। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজও হেরে বসেন রোহিত শর্মারা।

ঠিক এই পরিস্থিতিতে ভারতের সামনে অপেক্ষা করে রয়েছে আরও বড় পরীক্ষা। নিউজিল্যান্ড সিরিজের পরই ২টি গুরুত্বপূর্ণ বিদেশ সফর রয়েছে ভারতীয় দলের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের সীমিত ওভারের দল দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ঠিক তার পরই অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

উল্লেখযোগ্য বিষয় হল, বর্ডার-গাভাসকার ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে গম্ভীরকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, প্রোটিয়া সফরে ভারতের হেড কোচের ভূমিকা পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে সূর্যকুমার যাদবদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন লক্ষ্মণ।

আসলে বর্ডার-গাভাসকার ট্রফির জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা ১০ নভেম্বর। এদিকে দক্ষিণ আফ্রিকায় ভারত সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে ১৫ নভেম্বর। অর্থাৎ, সূর্যকুমারদের প্রোটিয়া সফর শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন রোহিত শর্মারা। গম্ভীর রোহিতদের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে চোখ রাখবেন।

লক্ষ্মণের অধীনে দক্ষিণ আফ্রিকা সফরে সাপোর্ট স্টাফ হিসেবে দেখা যাবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকর, শুভদীপ ঘোষেদের। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত এমার্জিং টিমস এশিয়া কাপে কোচিং স্টাফ হিসেবে দেখা যায় তাদের। লক্ষ্মণ এর আগেও একাধিকবার অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ভারতের হেড কোচের ভূমিকা পালন করেছেন।

আগামী ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল। সিরিজের পরবর্তী তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।

Link copied!