• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের স্বপ্ন শেষ আয়ারল্যান্ডের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ১১:৩৩ এএম
বিশ্বকাপের স্বপ্ন শেষ আয়ারল্যান্ডের

টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে আয়ারল্যান্ডের। গত কাল (২৬ জুন) বিশ্বকাপের বাছাই পর্বে শ্রীলঙ্কার কাছে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে মূলমঞ্চে খেলার স্বপ্ন বিসর্জন দিয়েছে আইরিশরা

এদিকে, শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। তারা পৌঁছে গেছে সুপার সিক্সে।

ম্যাচে টস জিতে আইরিশরা লঙ্কানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। দিমুথ করুনারত্মের সেঞ্চুরি ও সাদিরা সামারাবিক্রমার ৮২ রানের সৌজন্যে ৩২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। এছাড়া, চারিথ আশালঙ্কা ৩৮ ও ধনঞ্জয়া ডি সিলভা ৪২* রানে অপরাজিত থাকেন। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে পল স্ট্রার্লিংয়ের উইকেট হারায় আইরিশরা। দলের কেউই প্রতিশ্রুতিশীল ছিলেন না। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। দলের পক্ষে সর্বোচ্চ রান ছিল মাত্র ৩৯, কার্টিস ক্যাম্পারের। 

আইরিশদের রান তোলার গতি কোনোভাবেই লঙ্কানদের ইনিংস টপকানোর মতো ছিল না। তাদের হারটাই কেবল বিলম্বিত হচ্ছিল। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৯২ রানে।

লঙ্কানরা জয় পায় ১৩৩ রানের বিশাল ব্যবধানে। ভাঙে আইরিশদের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

Link copied!