ড. ইউনূসের সঙ্গে কাল ক্রিকেট খেলোয়াড়দের সাক্ষাৎ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:২৪ পিএম
ড. ইউনূসের সঙ্গে কাল ক্রিকেট খেলোয়াড়দের সাক্ষাৎ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী বাংলাদেশ টেস্ট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। ওই দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা।

দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যে জানা গেল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে যাবেন নাজমুল হোসেন শান্তরা।

দুপুর সোয়া ১২টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।

পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য জয়।

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান ড. ইউনূস।

ইউনূস বলছিলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছিল সে সময়।

Link copied!