ফুটবল থেকে বিদায় নিলেন ‘সুপারম্যান’ ইব্রাহোমিভিচ। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে বিশ্বের নামী-দামী ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন সুইডিশ এ তারকা। বিভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন ৩৪টি ট্রফি। ফুটবলের পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয়ও ছিলেন ইব্রা। কিনেছেন নিজস্ব দ্বীপ, ব্যবহার করেন দামি গাড়ি, বাইক।
এই বছর অক্টোবরে ৪২-এ পৌঁছেবেন ইব্রা। তবে প্রতি বছরই ভিন্নভাবে জন্মদিন পালন করেন এই সুইডিশ। জন্মদিনে ইন্সটাগ্রামে লেটেস্ট মডেলের কারের ছবি শেয়ার করেন। ক্যাপশন দেন, ‘শুভ জন্মদিন লাতান’। বাজারে আসা বিভিন্ন নতুন ব্র্যান্ডের কার বা বাইকের প্রতি ইব্রার রয়েছে টান। তার কার সংগ্রহের তালিকায় আছে অডি ও ভলভো ব্রান্ড। এ ছাড়া ফেরারি ও পর্চেরও কিছু গাড়ি আছে।
অনেক দিন ধরেই ফেরারি ক্রেতা ইব্রা। এ জন্য ব্রান্ডটি গাড়ি তাদের কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এই তারকাকে। ব্রান্ডটির যখনই নতুন কোনো সংস্করণের গাড়ি আসে তখনই সেটি নেওয়ার সুযোগ আছে ইব্রার। নিজের কেনা গাড়ি চালাতে পছন্দ করেন সাবেক বার্সা ও ম্যানইউ তারকা। আবার সেই গাড়ির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেন। তবে বাইকও ভীষণ পছন্দ ইব্রার। বাইকের জন্য বিখ্যাত ব্রান্ড হার্লি ডেভিডসনও রয়েছে তার সংগ্রহে।
ইব্রার অবসর কাটাতে পছন্দ করেন সমুদ্র। এ জন্য প্রমোদতরীর পেছনেও ব্যয় করেন বিপুল পরিমাণ অর্থ। আট মিলিয়ন ডলারের বিলাসবহুল প্রমোদতরীর মালিক সুইডিশ এ তারকা। এসব প্রমোদতরীর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করতে পছন্দ করেন।
নিজ শহর মামলোতে কিনেছেন হাই-টেক স্পোর্টস কমপ্লেক্স। সুইডেনের পাঁচটি শহরে রয়েছে জেড আকৃতির প্যাদেল যেন্টার। নিজের নামের প্রথম অক্ষরের নামে মিল রেখে এমন নামকরণ করা করেছেন। যা বিভিন্ন সম্মেলনের জন্য ব্যবহার করা যায়।
পুরো একটা দ্বীপের মালিক ইব্রা। সুইডেনের রাজধানী স্টোকহোম থেকে ২৫ মাইল দূরে একটি দ্বীপ কিনেছেন। যার মূল্য ৫ মিলিয়ন ডলার।
ইব্রাহোমিভিচের শৈশব কেটেছে সুইডেনের উপকূলীয় শহর মালমোতে। এই শহরের ক্লাব থেকেই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরিবারের সাথে ইব্রার এখনো ভালো সম্পর্ক রয়েছে। অবসর সময় কাটাতে সেখানে ছুটে যান।
ফুটবল থেকে বিদায়ের আগে ৯৮৮ ম্যাচ খেলে ৫৭৩ টি করেছেন সুইডিশ স্ট্রাইকার। ইউরোপের বিভিন্ন লিগ মাতিয়েছেন।