আট বছর পর দলে ফিরেছেন অথচ দেখে বোঝাই যাচ্ছে না। রনি তালুকদার দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটটা তিনি প্রতিনিয়ত খেলেন। ইংল্যান্ড সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে আগ্রাসী ব্যাটিং করেছেন রনি। পাওয়ার প্লেতে যেন স্ট্রোকের ফোয়ারা ছোটাচ্ছেন তিনি।
এত লম্বা সময় পর দলে ফিরে এই সাফল্যের রহস্য কি, জানতে চাওয়া হয়েছিল রনির কাছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে রনি তার সাফল্যের কৃতিত্ব দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে।
সাকিব ও হাথুরু সবাইকে নিজের মতো খেলার স্বাধীনতা দিয়েছেন বলে জানান রনি। সাফল্য বা ব্যর্থতার কথা চিন্তা না করে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে চান এই ডানহাতি ব্যাটার।
রনি বলেন, “আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব। আমাদের ভয়ডর থাকবে না, সব সময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব। হতে পারে কখনো আমরা ব্যর্থ হব, কখনো আবার সফল হব। যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা কোচ-অধিনায়কের চিন্তাভাবনাও একই।”
তবে সাকিবের ভিতর এই আগ্রাসী মনোভাব আগে থেকেই ছিল বলে জানান রনি। এক্ষেত্রে প্রায় এক যুগ আগে সাকিবের সঙ্গে আবাহনী ক্লাবে খেলায় সেটা আগেই থেকেই জানতেন বলে জানান তিনি।
“সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে একসঙ্গে খেলেছি প্রায় ১২ বছর আগে। তখন একই ইনটেন্ট ওনার ভেতরে ছিল। উনি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করেন আর ডমিনেট করার চেষ্টা করেন” যোগ করেন রনি।
২০১৫ সালে দলে প্রথমবার ডাক পাওয়ার পর বেশ কয়েক ম্যাচ ডাগআউটে বসেছিলেন রনি। এরপর এক ম্যাচে সুযোগ পেলেও পরের ম্যাচেই বাদ পড়েন তিনি। আট বছর দলের বাইরে থেকেও নাকি এখন দল থেকে বাদ পড়ার ভয় পান না বলে জানান রনি।
রনি বলেন, “এখন (বাদ পড়ে যাওয়ার) ভয় কাজ করে না। কারণ, টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে। আমার এখানে হারানোর কিছু নেই।শুরু থেকেই আমার খেলার ধরনটাই এমন ছিল। কারণ, আমি ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামি।”
এবারের বিপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন রনি। মূলত বিপিএলে ভালো খেলেই জাতীয় দলে ফিরেছেন তিনি। লাল-সবুজ জার্সিতেও রনিকে বিপিএলের মতো করেই খেলার বার্তা দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
“আমার টিম ম্যানেজমেন্ট আমাকে যে বার্তা দিয়েছে, আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বলেছে, তুমি বিপিএলে যে কাজটা করেছ, এখানেও সেটাই করবে” যোগ করেন এই ডানহাতি ব্যাটার।