পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচ হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। চলতি বছরে আসন্ন আসরকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) তাকে নিয়োগের ঘোষণা দেয় দুইবারের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
ডমিঙ্গো স্থলাভিষিক্ত হলেন ড্যারেন গফের। ব্যক্তিগত কারণ দেখিয়ে লাহোরের দায়িত্ব ছেড়েছেন তিনি।
বাংলাদেশ দল ছাড়াও এর আগে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন ডমিঙ্গো। কৌশলী হিসেবে বেশ নামডাক আছে তার। তাছাড়া তরুণদের পরিচর্যায়ও বেশ ভালো দক্ষিণ আফ্রিকান এই কোচ।
লাহোরের কোচ হওয়ার পর ডমিঙ্গো বলেছেন, “২০২৫ সালের পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি কাজ শুরু করতে, খেলোয়াড়দের সাথে দেখা করতে, ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এবং দারুণ এই যাত্রা শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা জানি আমাদের সমর্থকদের কাছ থেকে আমাদের সমস্ত সমর্থন পাব এবং আগামী সময়ে আমি আপনাদের সকলকে গর্বিত করার জন্য উন্মুখ।”
দক্ষিণ আফ্রিকার অনূধর্ব-১৯ দল ও পরে ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে ২০১১ সালে জাতীয় দলের সহকারী কোচ হন ডমিঙ্গো। পরের বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৩ সালে গ্যারি কার্স্টেনের বিদায়ের পর সব সংস্করণেই প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্ব তিনি পান।
২০১৯ সালে প্রধান কোচ হয়ে ডমিঙ্গো আসেন বাংলাদেশে। ২০২২ সালের ডিসেম্বরে নানা বিতর্কের পর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেই কোচিং করান তিনি। মাঝে ২০২৩ সালে অবশ্য নেদারল্যান্ডসের হয়েও কিছুদিন কাজ করেন।