• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চার গ্রান্ড স্লামে যে রেকর্ডের মালিক জোকোভিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৮:২৬ পিএম
চার গ্রান্ড স্লামে যে রেকর্ডের মালিক জোকোভিচ
ম্যাচ জিতে জোকোভিচের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচটি জয়ে রাঙালেন নোভাক জোকোভিচ। কোনো প্রকার পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। সেইসঙ্গে চার গ্রান্ড স্লামে একটি বিরল রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। 

শিরোপা ধরে রাখার লক্ষ্যে শুক্রবার মেলবোর্নে মার্তিন এচেভেরিকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৭-৬ (৭-২) সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান এই সার্বিয়ান তারকা।

বছরের প্রথম গ্রান্ড স্লামটিতে ১০০টি ম্যাচ খেলে এ পর্যন্ত ৯২টি জয় তুলে নেন জোকোভিচ।  চার গ্রান্ড স্লামেই ১০০টি করে ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হয়ে বিরল রেকর্ডের মালিকও তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার (১১৭) ও বিশ্ব টেনিসের নারী কিংবদন্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস (১০৫)।

চতুর্থ রাউন্ডে উঠে জোকোভিচ বলেন, ‘প্রথম দুই রাউন্ডের চেয়ে ভালো খেলেছি আমি। তাই এটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। খেলার দিক থেকে ও শারীরিকভাবে ভালো অনুভব করতে শুরু করেছি। এটা ইতিবাচক দিক তবে আমি এখনো নিজের সেরা অবস্থায় খেলতে পারছি না।’

চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো।  
 

Link copied!