বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড় নেদারল্যান্ডসের বোটিক ফন ডে জান্ডসচুলপ চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে শুক্রবার বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ও ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজকে সরাসরি ৬-১, ৭-৫ ও ৬-৪ সেটে হারিয়েছেন। মাত্র একদিন পর শনিবার সকালে বিদায় নিলেন ২৪টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ।
জোকোভিচকে অস্ট্রেলিয়ার আলেক্সি পপেরিন ৬-৪, ২-৬, ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন। দুই দিনে আসর থেকে বিদায় নিলেন দুই মহাতারকা।
৩৭ বছর বয়সী জোকোভিচ এই প্রথম অজি খেলোয়াড় পপেরিনের কাছে পরাজিত হলেন। পপেরিন তার বিরুদ্ধে এরআগে ৪টি ম্যাচেই হেরেছিল। ২২ বছর বয়সী আলকারাজ পরাজিত হন দ্বিতীয় রাউন্ডে আর জোকোভিচ হারলেন তৃতীয় রাউন্ডে।
২৫তম গ্রান্ড স্লাম শিরোপা লাভের আশায় ইউএস ওপেন শুরু করেছিলেন জোকোভিচ। প্রথম দুই রাউন্ড ভালোভাবেই পার হন জোকোভিচ। কিন্তু তৃতীয় রাউন্ডে আর পেরে উঠলেন না সর্বকালের অন্যতম সেরা এই সার্ব মহাতারকা।