বিকেএসপি থেকে: ভারত সিরিজকে সামনে রেখে তড়িঘড়ি করেই আয়োজিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১০ম আসরের ওয়ানডে সংস্করণ। ২০ নভেম্বর সাভার বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে নেমেছিল দলগুলো। দুই ম্যাচই শুরুর দিকে ব্যাটাররা লড়াই করলেও পরে কিছুটা সমস্যা কাটিয়ে উঠেছিল। ম্যাচ চলাকালীন উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় কোচে মিজানুর রহমান বাবুলের।
রোববার (২০ নভেম্বর) বিসিএলের প্রথম ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল ইসলামী ব্যাংক ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। ওই ম্যাচে শুরু থেকেই বোলাররা সুবিধা পেলেও খেলার অবস্থায় ছিলেন ইস্ট জোনের ব্যাটাররা। ইনিংস যত সামনের দিকে গড়িয়েছে ব্যাটাররা তত বেশি সুবিধা পেতে শুরু করেছিলেন।
বিপরীত চিত্র ছিল চার নম্বর মাঠে। বিসিবি সাউথ ও নর্থ জোনের মধ্যকার ম্যাচে শুরু থেকেই ছিল বোলারদের আধিপত্য। উইকেটে বল আসছিল নিচু হয়ে। ফলে বারবারই ঘাবড়ে যাচ্ছিলেন ব্যাটাররা। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সাউথ জোনের কোচ মিজানুর রহমান বাবুল। এই নিয়ে মাঠেই অভিযোগ করতে দেখা যায় তাকে।
এদিন বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচ দেখতে বিকেএসপিতে এসেছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম ববি। তার সঙ্গী হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দুই জনই ক্রিকেটারদের বেশ ভালো করেই পরখ করছিলেন। বিসিএলে থাকা ক্রিকেটারদের নিয়েই হবে ভারত সিরিজের স্কোয়াড।
বিসিএলের ১০ম আসরের ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের তিন নিয়মিত মুখকে পাওয়া যাচ্ছে না। আবুধাবি টি-টেন লিগে থাকায় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। জাতীয় দলের বাইরে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরিও আছেন টি-টেন লিগে।
ক্রিকেটের সব তারারা যখন বিকেএসপির মাঠে খেলছিলেন, তখন উইকেট নিয়ে হয়েছিল সমালোচনাও। মাঠের বাইরে নির্বাচকদেরকে উইকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কোচ মিজানুর রহমান বাবুল।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে উইকেটের পরিবর্তন আসলে হয়তো বেশ উপকারই হবে বাংলাদেশ দলের জন্য। বিসিএলের ওয়ানডে ফরম্যাটের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ নভেম্বর। ফাইনাল হবে ২৭ নভেম্বর।