ডোপ টেস্টে ব্যর্থতার দায়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার কাম ব্যাটার নিরোশান ডিকভেলা। এবার তিনি নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াই করে সব ফরম্যাটের ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন।
দেশটির অ্যান্টি-ডোপিং এজেন্সি ডোপ পরীক্ষা চালায় সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে। সেখানে ৩১ বছর বয়সী ডিকভেলা ব্যর্থ হলে গত আগস্টে অনির্দিষ্টকালের জন্য তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তিনি। আপিলে জয়ী হওয়ায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, সব ধরনের ক্রিকেটই খেলতে পারবেন তিনি।
ডিকভেলার দাবি ছিল, টুর্নামেন্ট চলাকালে তিনি কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। আর চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়। তার করা আপিল সফল হয়েছে। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে সব ধরনের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে।
তবে খবরের শিরোনামে আগেও হয়েছেন ডিকভেলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি।
তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকভেলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।