সোমবার চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিট্যালস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে দিল্লি।
কলকাতার নিজস্ব মাঠ ইডেন গার্ডেন্সে রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এ পর্যন্ত দুই দলই সমান ১০ পয়েন্ট করে লাভ করেছে। তবে কলকাতা তুলনামূলকভাবে ভালো পজিশনে রয়েছে। কারণ, তারা ১০ পয়েন্ট পেয়েছে ৮ ম্যাচে, আর দিল্লি ওই পয়েন্ট পেয়েছে ১০ ম্যাচে।
ম্যাচটিতে জিততে পারলে কলকাতা ১২ পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে থাকবে। একই অবস্থা দিল্লিরও। এই মুহূর্তে কলকাতা, দিল্লির সঙ্গে ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আরও তিনটি দল। তারা হলো; চিন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টস। এই তিনটি দল অবশ্য খেলেছে সমান ৯টি করে ম্যাচ।
১৬ পয়েন্ট নিয়ে সব দলের ধরা ছোঁয়ার বাইরে রাজস্থান রয়্যালস।