টম ব্যান্টন, রাইলে রুশো ও টিম ডেভিডদের কল্যাণে বড় সংগ্রহ পেল দিল্লি বুলস। এরপর দারুণ বোলিং করলেন মোহাম্মদ তাইমুর। তিনি নিলেন চার উইকেট। দিল্লি পেল দারুণ এক জয়।
শুক্রবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টেন লিগের ম্যাচে চেন্নাই ব্রেভার্সকে ৩১ রানে হারিয়েছে দিল্লি বুলস। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করে দিল্লি। এরপর জবাব দিতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৮ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তারা হারায় রহমানউল্লাহ গুরবাজকে। ছয় বল খেলে ১২ রান আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার রাইলে রুশো ১৩ বলে ২৬ রান করে আউট হন হেনরি ব্রুকসের বলে।
এছাড়া ৪ চার ও ১ ছক্কায় ১৭ বলে ৩৫ রান আসে টম বন্টনের ব্যাটে। শেষদিকে ১২ বলে ২২ রান করেন টিম ডেভিড। চেন্নাইয়ের পক্ষে এক উইকেট করে নেন শ্যাম কুক, হেনরি ব্রুক ও জেমস ফোলার।
জবাব দিতে নেমে চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়েছিল। পঞ্চম ওভারে এসে ৪২ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১০ বলে ৯ রান করে ফেরেন কোভি হেফট। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৪৫ রান করেন আরেক ওপেনার ড্যান লরেন্স। ২ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেন মোহাম্মদ তাইমুর।