মাত্র ৫৯ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন পোল্যান্ডের ইগা সুয়াতেক। ২৩ বছর বয়সী ইভা লিসকে শোচনীয়ভাবে হারিয়েও সুয়াতেক বলেছেন, তিনি এখনও তার সেরা অবস্থানে পৌঁছাতে পারেননি।
পাঁচবারের গ্রান্ড স্লামজয়ী সুয়াতেক ১২টি গেম জিতেছেন, বিপরিতে হেরেছে মাত্র ১টিতে। তিনি রড ল্যাভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডে সরাসরি ৬-০ ও ৬-১ সেটে লিসকে হারিয়ে দেন।
২০২২ সালের পর এই প্রথমবারের মতো মেলবোর্নে দ্বিতীয় বাছাই সুয়াতেক শেষ আটে পৌঁছেছেন।
তিনি বলেন, ‘আমার বয়স এখন মাত্র ২৩ বছর, তাই উন্নতি করার জন্য অনেক সময় হাতে আছে। আমি মনে করি না যে, আমি এখনই আমার শিখরে উঠে গেছি। তবে এরকম ম্যাচ অবশ্যই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। অবশ্যই আমি ভাল খেলেছি।’
সোমবার তার ম্যাচ শেষ হওয়ার পরপরই, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি ঘোষণা করেছে যে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সুয়েতেককে দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে না তারা। সুয়াতেক ২০২৪ সালের আগস্টে নিষিদ্ধ ওষুধ ট্রাইমেটাজিডিন গ্রহণের জন্য ডোপ টেস্টে ধরা পড়েন।
ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি স্বীকার করেছে যে, পরীক্ষার ফলাফল দূষণের কারণে হয়েছিল এবং সুয়াতেককে এক মাসের সাসপেনশন দেওয়া হয়। যা ৪ ডিসেম্বরই শেষ হয়ে গেছে।
তৃতীয় রাউন্ডে ব্রিটেনের এমা রাদুকানুকে একই ব্যবধানে পরাজিত করেছিলেন সুয়াতেক। আর এবার লিসের বিপক্ষে তিনি প্রথম সেট জেতেন মাত্র ২৪ মিনিটে।
বিশ্বে ১২৮তম স্থানে থাকা জার্মানির লিসের সঙ্গে ম্যাচের আগে টানা দুটি ম্যাচে ২০টি গেম জিতেছিলেন সুয়াতেক।
সুয়াতেক বলেন, সাধারণত আমি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে এই বছর কিছুটা ভালো খেলছি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুয়াতেক সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলে বেলারুশের আরিনা সাবালেঙ্কা বিশ্বের এক নম্বরে চলে আসবেন।
সুয়াতেক শেষআটে অষ্টম বাছাই এমা নাভারোর মুখোমুখি হবেন। নাভারো নবম বাছাই রাশিয়ান দারিয়া কাসাটকিনার বিরুদ্ধে কঠিন লড়াই করে ৬-৪, ৫-৭ ও ৭-৫ সেটে জয়লাভ করেন।