কাতার বিশ্বকাপ

মেসির ‍‍‘শ্রেষ্ঠত্বে‍‍’ প্রভাবিত রেফারি, দাবি ডি ইয়ংয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:২৬ এএম
মেসির ‍‍‘শ্রেষ্ঠত্বে‍‍’ প্রভাবিত রেফারি, দাবি ডি ইয়ংয়ের

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের ম্যাচে রেফারির আচরণ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। আর্জেন্টিনা শিবির থেকেও কড়া সমালোচনা করা হয়েছে। এবার ডাচ তারকা ফ্রেংকি ডি  ইয়ং দাবি করেছেন, মেসির শ্রেষ্ঠত্বে প্রভাবিত হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন ম্যাচ রেফারি।

ডি ইয়ং কোয়ার্টার ফাইনালেন রেফারির দায়িত্ব পালনকে ‘কলঙ্কজনক’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, রেফারি আন্তোনিও মাতু লাহোজ লিওনেল মেসি দ্বারা প্রভাবিত ছিলেন।

শুক্রবারের লড়াইয়ে ভাউট ভেগহোস্ট্ররার জোড়া অবদানে পিছিয়ে যাওয়ার পরও নেদারল্যান্ডস অসাধারণভাবে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু টাইব্রেকারে তারা ৪-৩ ব্যবধানে হেরে যায়।

ম্যাচ চলাকালীন ১৫টি হলুদ কার্ড দেখানোর পর লাহোজ ব্যাপকভাবে সমালোচিত হন।

আর্জেন্টিনা অধিনায়ক মেসি বলেছেন, এমন হাইভোল্টেজ ম্যাচে যে উত্তেজনা থাকে তাতে লাহোজ এই ধরনের ম্যাচের তত্ত্বাবধানের উপযুক্ত নন।

মেসির এই কথার সাথে ডি ইয়ং সম্মত হলেও তার মনে হচ্ছে, সাবেক বার্সেলোনা সতীর্থের উপস্থিতি ম্যাচে প্রভাব বিস্তার করেছে।

ডি ইয়ং বলেন, “যখন ম্যাচের সময় শেষ হয়ে যায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা সবাই রেফারির কাছে যায় এবং তারপর থেকে তিনি কেবল আর্জেন্টিনার হয়ে বাঁশি বাজান। জুরিয়েন টিম্বারের জুতা লাথি মেরে ফেলা হয়েছিল, তারপরও তিনি আমাদের বিপক্ষে ফাউলের ​​জন্য বাঁশি বাজিয়েছিল।”

বার্সেলোনা তারকা আরও বলেন, “তিনি একজন চমৎকার মানুষ। একজন ভালো রেফারি। কিন্তু এখানে তিনি যুক্তির বাইরে ছিলেন। আমার মনে হয় অতিরিক্ত সময়ে তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেননি। হতে পারে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব তার ওপর প্রভাব ফেলেছিল। এটা রেফারির দোষ নয়, কিন্তু এটা খেলাকে প্রভাবিত করেছে।”

Link copied!