ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় গেলে ফুটবল তারকাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ৩০ ডিসেম্বর এক স্প্যানিশ নারী আলভেজের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করেছিলেন।
ওই নারীর অভিযোগ অনুযায়ী, স্প্যানিশ শহর বার্সেলোনার একটি নাইট ক্লাবে নৈশভোজের একপর্যায়ে অনুমতি ছাড়াই তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছেন আলভেজ। তবে দানি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এবার স্ত্রীকে পাশে পেলেন এই বর্ষীয়ান তারকা।
দানির স্ত্রী জোয়ানা সাঞ্জের ইনস্টাগ্রামে স্বামীর হাতে হাত রাখার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে’। ইনস্টাগ্রামের স্টোরিতেও একটি পোস্ট করেছেন সাঞ্জ। সাম্প্রতিক সময়ে মায়ের মৃত্যু ও স্বামীর গ্রেপ্তারের বিষয়ে ইঙ্গিত করেই হয়তো লিখেছেন, ‘জীবনের দুটি ভিত্তিই হারিয়েছি।’
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলভেজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। আপাতত পুলিশি কাস্টডিতে রয়েছেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার।