• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬
মিরপুর টেস্ট

দ. আফ্রিকার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১১:১৩ এএম
দ. আফ্রিকার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
দলের বিপর্যয় রোধে লড়াই করছেন মুশফিক। ছবি: সংগৃহীত

পেসার ভিয়ান মুল্ডারের আঘাতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথমসারির তিন ব্যাটার আউট হয়ে ফিরে গেছেন।  

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের মাটিতে এমন ব্যাটিং বিপর্যয়ের কথা হয়তো ভাবেননি শান্ত। আর সবচেয়ে বড় কথা, এক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের একাদশটাই বেশ নড়বড়ে বলে মনে হচ্ছে। 

ওপেনার সাদমান ইসলাম কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। মুমিনুল হক আউট হন মাত্র ৪ রান তুলে। আর অধিনায়ক শান্ত ৭ রান করে আউট হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেটে ৩৫ রান করে। ১২ রানে মাহমুদুল হাসান জয় এবং ৭ রানে মুশফিকুর রহিম ক্রিজে রয়েছেন। মুল্ডার ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। 

বাংলাদেশ এখন পর্যন্ত যে দুটি দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতেনি, ডার একটি এই দক্ষিণ আফ্রিকা। অপর দলটি হলো ভারত।

Link copied!