রোববার সিডনি টেস্টে হেরে সিরি খুইয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করেছে ভারত। ক্যারিয়ারের শেষটা না হলেও হয়তো অস্ট্রেলিয়ায় শেষ টেস্ট খেলে ফেললেন বিরাট কোহলি। বয়সের কারণে পরের অস্ট্রেলিয়া সফরে আর না-ও দেখা যেতে পারে তাকে। কোহলির সম্ভাব্য শেষ টেস্ট খেলার খবরে দুঃখ পেয়েছেন প্যাট কামিন্স। একই সঙ্গে ভারতকে হারানোর রহস্যও ফাঁস করেছেন তিনি।
সিডনি টেস্টের পর কামিন্স বলেছেন, ‘ওর সঙ্গে এতগুলো বছর দারুণ লড়াই হয়েছে। রান যা-ই করে থাকুক, মাঠে ও থাকলে যে নাটকীয়তা তৈরি হয় সেটা কখনও ভাল, আবার কখনও বিপক্ষকে তাতিয়ে দেওয়ার মতো। আমি জানি সেটা ওর পরিকল্পনার অঙ্গ। খুব ভাল লেগেছে কোহলির সঙ্গে খেলে। গত এক দশক বা তার বেশি সময় ধরে ও তারকা ব্যাটার। ওর উইকেট পেলেই মনে হয় ম্যাচ জিতে গিয়েছি। খুব দুঃখ পাব যদি এটাই ওর শেষ সিরিজ হয়।’
গত ১০ বছরে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। নিজেদের দেশেই দু’বার হারতে হয়েছে। সেখানে কী করে এ বার চিত্রটা বদলে গেল? কামিন্স বলেছেন, ‘পার্থ টেস্টের পরেই আমরা একত্র হয়েছিলাম। সবাই মিলে একসঙ্গে কথা বলি। বুঝতে পেরেছিলাম যে কোথাও একটা গন্ডগোল হয়েছে। আমাদের সাপোর্ট স্টাফ, পরিবারেরাও সাহায্য করেছে।’
কামিন্সের সংযোজন, ‘আমাদের কাজ করার পদ্ধতি, পরিকল্পনা এবং সেটা কাজে লাগানো— সব কিছুই ঠিকঠাক হয়েছে। কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত উন্নতির দরকার ছিল। মার্নাস (লাবুশেন) কতটা পরিশ্রম করেছে সেটা সবাই দেখেছেন। বিপক্ষের ব্যাটিং অর্ডার দেখে বোলিং পরিবর্তন করেছি। বিশ্বাস রেখেছি আমরাই সেরা দল। সেটা কাজে লেগেছে।’