২০ বছরের সংসার ভাঙছে ক্রিকেট তারকা সেহওয়াগের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১২:৪৭ পিএম
২০ বছরের সংসার ভাঙছে ক্রিকেট তারকা সেহওয়াগের
সেহওয়াগ ও আহলাওয়াত। । ছবি : সংগৃহীত

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাব্যাটার বীরেন্দ্র সেহওয়াগ। বিয়ের দীর্ঘ ২০ বছর পরে ডিভোর্স হতে চলেছে সেহওয়াগ এবং আরতি আহলাওয়াতের। একটি মহলে তেমনই জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে তারা একে অপরকে সম্ভবত আনফলো করে দিয়েছেন। সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাস ধরেই আলাদা থাকছেন সেহওয়াগ এবং আরতি। অবনতি হয়েছে তাদের সম্পর্কের। সেই পরিস্থিতিতে তারকা দম্পতির ডিভোর্সের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতের সাবেক তারকা বা আরতি আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রেম করে ২০০৪ সালে সেহওয়াগ এবং আরতির বিয়ে হলেও সম্প্রতি তাদের সম্পর্কে নাকি ফাটলের ইঙ্গিত পাচ্ছেন কেউ-কেউ। ওই মহলের বক্তব্য, দীপাবলিতে ছেলে ও মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সেহওয়াগ। কিন্তু সেই পোস্টে আরতির কোনও উল্লেখ মেলেনি।

আবার সপ্তাহদুয়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন সেহওয়াগ। তাতেও আরতির বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সেই পরিস্থিতিতে অনেকের মনে সন্দেহ জেগেছে যে সেহওয়াগ এবং আরতির মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। আরতির জন্মদিনেও ভারতের এই তারকার ইনস্টাগ্রামে কোনও পোস্ট ছিল না। যিনি অতীতেও সোশ্যাল মিডিয়ায় আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে সেহওয়াগ এবং আরতির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এমনিতে আরতি কোনওদিনই লাইমলাইটে থাকেননি। সেহওয়াগ তার দূরসম্পর্কের আত্মীয় হতেন। পরবর্তীতে তাদের প্রেম হয়েছিল। একদিন তাকে প্রোপোজ করেছিলেন সেহওয়াগ। আর সেটার উত্তরে ‘হ্যাঁ’ বলেছিলেন আরতি। তারপর ২০০৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন আরতি এবং সেহওয়াগ। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

তারকা দম্পতির দুই সন্তানও আছে। ২০০৭ সালে তাদের প্রথম সন্তান আর্যবীর জন্মগ্রহণ করেন। তিন বছর পরে সেহওয়াগ এবং আরতির পরিবারে দ্বিতীয় সন্তান আসে। ২০১০ সালে জন্মগ্রহণ করেন বেদান্ত। আর্যবীর তো এখন বয়স স্তরের ক্রিকেট খেলছেন। উঠে এসেছেন লাইমলাইটেও। মাসকয়েক আগে কোচবিহার ট্রফিতে ৩০৯ বলে ২৯৭ রান করেছিলেন। মেরেছিলেন ৫১টি চার এবং তিনটি ছক্কা।

Link copied!