বেনফিকার মাঠে প্রথমার্ধে পাত্তাই পাইনি ইন্টার মিলান। প্রথমার্ধেই খেয়ে বসে ৩ গোল। ধরে নেওয়া হয়ে গিয়েছিল ম্যাচ হারছে ইতালির জায়ান্টরা। কিন্তু দ্বিথীয়ার্ধে দারুণ এক ক্যামব্যামের গল্প রচনা করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। বুধবার (২৯ নভেম্বর) বেনফিকার মাঠে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলান। অন্যদিকে, উড়তে থাকা বার্য়ান মিউনিখকে গোলশূন্য রুখে দিয়েছে কোপেনহেগেন।
ঘরের মাঠে শুরু থেকেই ইন্টারের রক্ষণের পরীক্ষা নিতে শুরু করে বেনফিকা। ফলও পেয়ে যায় তারা ম্যাচের ৫ মিনিটে গোল করে বসেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মারিও। এই মিডফিল্ডার পরে আরও দুই গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। এই মিডফিল্ডার পরের দুই গোল করেন ১৩ ও ৩৪ মিনিটে। ফলে তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেনফিকা।
দ্বিতীয়ার্ধে পাল্টে গেল ইন্টার। অপ্রতিরোধ্য ফুটবল খেলে তারা। ৫১ মিনিটে দলটিকে প্রথম গোল এনে দেন মার্কো অর্নাউটোভিক। ৫৮ মিনিটে ব্যবধান আরও কমান ডেভিড ফ্রাত্তেসি। মিলানকে সমতায় ফেরানো গোলটি করেন অ্যালেক্সিজ সানচেজ। ৭২ মিনিটে স্পটকিক থেকে সমতাসূচক গোলটি করেন তিনি। এরপর আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠে ছাড়তে হয় তাদের।
একই গ্রুপের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে রুখে দিয়েছে আরবি সালসবুর্গ। তবে গ্রুপের শীর্ষে থাকা সোসিয়েদাদ আগের ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করেছে।
এদিকে, `এ` গ্রুপের ম্যাচে দুর্দান্ত বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে কোপেনহেগেন। প্রথম চার ম্যাচে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করা বায়ার্নকে কোনো গোলই করতে দেয়নি কোপেনহেগেন।
এই ড্রয়ে জমে উঠেছে `এ` গ্রুপের হিসাব। প্রথম দল হিসেবে বায়ার্ন শেষ ষোলো নিশ্চিত করে ফেললেও এখনও ঝুলে আছে বাকি তিন দলের আশা। শেষ রাউন্ডে নির্ধারিত হবে এই তিন দলের ভাগ্য।