• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বিপিএল

সাকিবকে নিয়ে বিতর্কিত পোস্ট: অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৯:৩৫ পিএম
সাকিবকে নিয়ে বিতর্কিত পোস্ট: অ্যাডমিনকে কারণ দর্শানোর নোটিশ

রংপুরের বিপক্ষে হারের পর ফেসবুকে নিজেদের পেজে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত পোস্ট দিয়েছিল ফরচুন বরিশাল। যেখানে সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল হারের দায় নিবেন কিনা!

ম্যাচ হারের পর নিজেদের অধিনায়ককে নিয়ে ফেসবুকে এমন পোস্টের ঘটনা খুবই বিরল। চারদিকে দ্রুত এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল।

এরপর এক হোয়াটসঅ্যাপ বার্তায় যে অ্যাডমিন এই পোস্ট দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

সেখানে সাকিব আল হাসানকে নিয়ে দেওয়া বিতর্কিত পোস্টকে অনাকাঙ্ক্ষিত বলা হয়েছে। দ্রুত অভিযুক্ত অ্যাডমিনকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছে, “ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেইজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেইজে চলে গেছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে অ্যাডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।”

এর আগে এই পোস্ট নিয়ে জানতে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সাথে কথা বলেছিল সংবাদ প্রকাশ। সে সময় তিনি বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানিনা। ওই পোস্টের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি এখন সাকিবের সঙ্গেই বসে আছি। তবে কে এই পোস্ট দিছে সেটা আমি এখনই খোঁজ নিচ্ছি। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।””

Link copied!