• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের হাতে মুম্বাই টেস্টের নিয়ন্ত্রণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৬:৩০ পিএম
ভারতের হাতে মুম্বাই টেস্টের নিয়ন্ত্রণ
উইকেট লাভের পর জাদেজাকে ঘিরে ভারতীয় সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

শুবমান গিল ও রিশভ পান্তের ব্যাটিং দৃঢ়তার পর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুণ্যের উপর নির্ভর করে তৃতীয় ও শেষ ক্রিকেট টেস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে স্বাগতিক ভারত। সফরকারী নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত শনিবার প্রথম সেশনে ২৬৩ রান করে এগিয়ে যায় ২৮ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের রোষানলে পড়ে কিউইরা। শনিবার দ্বিতীয় তৃতীয় দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে। দলের হয়ে উইল ইয়ংস ৫১ রান করেন। আর কেউ তেমন সুবিধা করতে পারেন নি। ভারতের জাদেজা ৪টি ও অশ্বিন ৩টি উইকেট লাভ করেন। জাদেজা প্রথম ইনিংসেও ৫টি উইকেট নিয়েছিলেন। এখন কিউইরা এগিয়ে রয়েছে মাত্র ১৪৩ রানে। তাদের হাতে রয়েছে মাত্র ১টি উইকেট। যদি নিউজিল্যান্ডের বাকি ১ উইকেট রোববার চতুর্থ দিনে সকাল সকাল পড়ে যায় তাহলে ভারতের টার্গেট হবে খুব ছোট। যেখানে তাদের হাতে থাকবে প্রায় ২টি দিন এবং পুরো ১০ উইকেট। আর তাতে করে ভারত যে লক্ষ্য নিয়ে মুম্বাই টেস্টে খেলতে নেমেছিল, সেটা পূরণ হবে। আর নিউজিল্যান্ডকে তখন এই টেস্টে জিততে ভারতের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য বোলিং করতে হবে। তবে এই টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে, এ কথা স্বীকার করতেই হবে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!