• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৮ শা'বান ১৪৪৬

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৭:০৫ পিএম
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
বাংলাদেশ ও পাকিস্তানি খেলোয়ার। ছবি : সংগৃহীত

ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। এই দুই দলের মধ্যে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। তবে ম্যাচটি হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৬৭ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাসে ব্যাপক মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বিকেলে কিছুক্ষণ পরপর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

এ ছাড়া পূর্বদিক থেকে ৯ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বইবে। এর মধ্যে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৭ মাইল পর্যন্ত দমকা হাওয়া থাকবে। কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৮ শতাংশের বেশি। আনুমানিকভাবে মোট বৃষ্টিপাতের পরিমাণ বলা হয়েছে শূন্য দশমিক ৩৯ ইঞ্চি। এর পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও আছে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তার আগের দিন উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। পরে পাকিস্তান ভারতের কাছেও হেরে গেলে প্রায় নিশ্চিত হয় বিদায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলেই কেবল টিকে থাকত তাদের আশা। তবে কিউইদের কাছে টাইগাররা হেরে যাওয়ায় সেই আশাও ভেস্তে যায় তাদের। একই সঙ্গে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশেরও।

Link copied!