• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্যাকসের সেঞ্চুরিতে কুমিল্লার রেকর্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৩:৪৩ পিএম
জ্যাকসের সেঞ্চুরিতে কুমিল্লার রেকর্ড
উইল জ্যাকস। ছবি : সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই রেকর্ড গড়ল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে উইল জ্যাকসের বিস্ফোরক সেঞ্চুরিতে ২৩৯ রান তুলেছে তারা। যা বিপিএলের ইতিহাসে যৌথভাবে কোনো দলের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৯ সালে রংপুর এই চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ রান তুলেছিল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাট করেন লিটন দাস ও জ্যাকস। এই জুটিতে ৮ ওভারের মধ্যে ৮৬ রান তুলে ফেলে। এরপর ব্যক্তিগত ৬০ রানে আউট হন লিটন। তার ৩১ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৯টি চারের মার।

লিটনের পরপরই ফেরেন  তিনে নামা তৌহিদ হৃদয় (০)। তবে এক প্রান্তে নিজের বিস্ফোরক ব্যাটিং চালিয়ে যান জ্যাকস। শেষ পর্যন্ত ১০ ছক্কা ও ৫ চারে সাজিয়ে ৫৩ বলে অপরাজিত ১০৮* রান নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

Link copied!