ইনিংসের শুরুতেই মোহাম্মদ রিজওয়ান ও লিটন কুমাদ দাসকে হারিয়ে চাপে পড়েছিল কুমিল্লা। এরপর ইমরুল কায়েস ও পরে জনসন চার্লস, খুশদিল শাহ ব্যাট হাতে ঝড়ো শুরু করলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত শেষদিকে জাকের আলির ১০ বলে ২০ রানের ক্যামিওতে ঢাকা ডমিনেটরসকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সোমবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় খেলায় টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় চার রানেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় কুমিল্লা। প্রথমে ভুগলেও যখনই খোলস ছেড়ে বের হওয়া শুরু করেন তখনও লিটনকে ফিরিয়ে দেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। ২০ বলে ২০ রানের ইনিংস এসেছে লিটনের ব্যাট থেকে।
৩৫ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে এগোতে থাকে কুমিল্লা। তবে ২৯ রানের ব্যবধানে কায়েসও ফিরে যান। এরপর পাল্টা আক্রমণে খেলা নিজেদের নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন কুমিল্লার ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার জনসন চার্লস।
কিন্তু দলীয় ৯৩ রানে মোসাদ্দেকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে চার্লস রানআউট হয়ে ফিরলে সেই আক্রমণে ছেদ পড়ে। ফেরার আগে চার্লসের ব্যাট থেকে এসেছে ২৫ বলে দুই ছক্কা ও এক চারে ৩২ রানের ইনিংস।
আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা খুশদিল এ ম্যাচে মুখোমুখি প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান। তবে তিনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ। ১৭ বলে ৩০ রান করা খুশদিলকে ফেরান ঢাকার পেসার তাসকিন আহমেদ।
শেষদিকে ব্যাট হাতে ১০ বলে সমান একটি করে চার ও ছক্কায় ২০ রানের ক্যামিও খেলেন জাকের আলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৬৪ রানের সংগ্রহ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।