• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

খুশদিল-জাকেরের ঝড়ো জুটিতে বড় সংগ্রহ কুমিল্লার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৩:৫৪ পিএম
খুশদিল-জাকেরের ঝড়ো জুটিতে বড় সংগ্রহ কুমিল্লার

শুরুতে রিজওয়ান রানের চাকা সচল করে দেওয়ার পর মাঝে লিটন গতি বাড়িয়েছেন। আর শেষে খুশদিল-জাকের মিলে ঝড় তুলেছেন। দুজনের ৪০ বলের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৭২ রান। আর তাতেই রংপুরের বিপক্ষে ১৭৭ রানের সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টস হেরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ও লিটন কুমার দাসের ব্যাটে ঝড়ো শুরু পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংসের পঞ্চম ওভারে রিজওয়ান ফিরলেও পাওয়ার প্লেতে কুমিল্লার স্কোরবোর্ডে যোগ হয় ৬৩ রান। ফেরার ২১ বলে দুই চার ও এক ছক্কায় ২৪ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান।

এরপর তিন নম্বরে নেমে দ্রুত ফিরে যান সুনীল নারাইন। রংপুরের পেসার রিপন মন্ডলের বলে বোল্ড হওয়ার আগে তিন বলে আট রান করেন তিনি।

ব্যাট হাতে শুরুতে ধীরসুস্থে খেললেও সময়ের সাথে খোলস ছেড়ে বের হন লিটন। দলীয় ১০১ রানে ফেরার আগে ৩৩ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটার। যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন লিটন।

লিটন ফেরার পর মাত্র চার রানের ব্যবধান অধিনায়ক ইমরুল কায়েসকে হারায় কুমিল্লা। ২০ বলে এক ছয়ে ১৯ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ৪০ বলের জুটিতে কুমিল্লার স্কোরবোর্ডে তোলেন ৭২ রান।

ইনিংসের ১৯.৫ বলে আউট হওয়ার আগে ২৩ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন জাকের। অন্যপ্রান্তে ২০ বলে দুই চার ও তিন ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলে খুশদিল। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পেয়েছে কুমিল্লা। 

Link copied!