বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উসমান খানের উইকেট হারিয়েছে দলটি। তবে এরপর তিন নম্বরে নেমে তাণ্ডব শুরু করেছেন আফিফ হোসেন ধ্রুব। তবে পাওয়ার প্লের শেষ বলে তাকে বোল্ড করে কুমিল্লা শিবিরে স্বস্তি এনে দিয়েছেন পেসার মুগ্ধ।
উইকেটে আসার পর থেকেই অ্যাগ্রসিভ ভঙ্গিতে ব্যাট করা আফিফ পাওয়ার প্লেতে যেন কুমিল্লার বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। কুমিল্লার স্পিনার মুরাদের এক ওভারে দুই চার মারার পর আরেক স্পিনার মোসাদ্দেকের ওভারেও হাঁকিয়েছে একই সংখ্যক চার।
আফিফ ঝড়ে পাওয়ার প্লেতে চট্টগ্রামের স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৫ রান। তবে পাওয়ার প্লের একদম শেষ বলে তাকে বোল্ড করে কুমিল্লা শিবিরে স্বস্তি এনে দিয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ৪৫ রান। ১০ বলে ১৫ রানে ব্যাটিং করছেন ম্যাক্স ও’দাউদ ও অন্যপ্রান্তে নতুন ব্যাটার হিসেবে এসেছেন ইরফান শুক্কুর।