• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবেউরকে হারিয়ে সেমিফাইনালে কোকো গফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৮:২০ পিএম
জাবেউরকে হারিয়ে সেমিফাইনালে কোকো গফ
টেনিস অ্যাকশনে কোকো গফ। ছবি: সংগৃহীত

তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কঠিন এক লড়াইয়ের পর তিউনিসিয়ার ওন্স জাবেউরকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের সেমিফাইনালে পৌঁছেছেন।

২০ বছর বয়সী গফ মঙ্গলবার রোলা গ্যারোয় প্রথম সেটে পিছিয়ে পড়েও কঠিন মানসিকতার কারণে শেষ পর্যন্ত ৪-৬, ৬-২ ও ৬-৩ সেটে জয়ী হন।

বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন গফ বৃহস্পতিবার শেষ চারে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সুয়াতেকের সঙ্গে খেলবে। সুয়াতেক তাকে ২০২২ সালে এই আসরের ফাইনালে পরাজিত করেছিলেন।

পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের মার্কাতা ভনড্রোসোভাকে সরাসিরি ৬-০ ও ৬-২ সেটে হারিয়েছেন সুয়াতেক। টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছেন তিনি।

অষ্টম বাছাই জাবেউর শুরুটা ভালো করে প্রথম সেট জিতে নিলেও গফের বিপক্ষে শেষ পর্যন্ত সেই ভালোটা ধরে রাখতে পারেননি।  

ম্যাচশেষে গফ বলেন, ‘জাবেউর খুবই কঠিন এক প্রতিপক্ষ। সে পুরো ম্যাচে দারুণ খেলেছে। আমাকে ভীষনভাবে ভুগিয়েছে। তবে আমি নিজের খেলায় বেশ খুশি।’

 

Link copied!