• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

কোচ বললেন, মুখে মাস্ক পরেই খেলবেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০২:৫৫ পিএম
কোচ বললেন, মুখে মাস্ক পরেই খেলবেন এমবাপে
কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে ৪৮ গোল রয়েছে তার নামের পাশে। কিন্তু চলতি ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নাকে চোট পাওয়ার পরই ছন্দ যেন হারিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপে। সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে পুরো ম্যাচে দলকে চালনা করলেও গোলের সহজ সুযোগ নষ্ট করেন ফরাসি তারকা।

প্রশ্ন উঠছে, ভাঙা নাক বাঁচাতে মুখাবরণ পরেই কি এমবাপে সহজাত গতি হারিয়ে ফেলছেন? ফ্রান্স দলের কোচ দিদিয়ে দেশঁ তা নিয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার তো মনে হয়েছে, মাস্ক পরে ফুটবল খেলার সঙ্গে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে এমবাপে।’

তিনি যোগ করেন, ‘ইউরোর পরে ওকে হয়তো অস্ত্রোপচার করাতে হতে পারে। সে ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহ কেন, ওকে হয়তো এভাবে আরও কয়েক মাস মাস্ক পরেই খেলতে হতে পারে।’

তবে মাস্ক পরে পুরো ৯০ মিনিট খেলা যে মোটেও সহজ নয়, তা-ও মেনে নিয়েছেন দেশঁ। বলেছেন, ‘প্রবল ঘামে স্বাভাবিক ভাবে দম নেওয়া যেমন কঠিন, তেমনই দৃষ্টিশক্তিও ব্যাহত হয়। তার পরেও বেলজিয়ামের বিরুদ্ধে পুরো ম্যাচে ও যে ভাবে বল তাড়া করে পৌঁছে যাচ্ছিল পেনাল্টি বক্সে, সেটাও প্রশংসার যোগ্য।’

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ইমানুয়েল পেতি বলেছেন, ‘একমাত্র এমবাপেই পারে এভাবে খেলতে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারও পক্ষে দশ মিনিটের বেশি মুখাবরণ পরে খেলা সম্ভব নয়। ওর থেকে যে গোল আমরা আশা করছি, তাও পূরণ হবে।’

সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে দলের খেলায় অখুশি নন দেশঁ। বলেছেন, ‘হতে পারে আত্মঘাতী গোলে জয় এসেছে, কিন্তু আমরাও প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। বেলজিয়াম যে কৌশল নিয়ে খেলতে নেমেছিল, আমাদের দলের ফুটবলারদের ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হয়েছে। যোগ্য দল হিসেবেই জিতেছি।’

Link copied!