২৪ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে জিতে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। দলটির স্বপ্নের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লাবটির অধিনায়ক ইকায় গুন্দোগান। তবে এবার ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি দিচ্ছেন এই জার্মান মিডফিল্ডার।
ম্যানসিটির সঙ্গে জুন মাসের শেষে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে গুন্দোগানের। এরপর ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিবেন ৩২ বছর বয়সী এই জার্মান।
গুন্দোগানকে দলে রাখতে চেষ্টা করেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওয়ালা। তবে শেষ পর্যন্ত আটকাতে পারলেন না জার্মান মিডফিল্ডারকে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ম্যানসিটি গুন্দোগানকে নতুন প্রস্তাব দিয়েছিল। তবে বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তিতে রাজি হয়েছেন সাবেক বুরুসিয়া তারকা।
২০২২-২৩ মৌসুমে ম্যানসিটির হয়ে ৫১ ম্যাচে ১১ গোল করেছেন গুন্দোগান। ট্রেবল জয়ের পথে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছেন এই তারকা। এফএ কাপের ফাইনালে রেকর্ড ১৩ সেকেন্ডে গোল করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এর আগে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্ট্মুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন গুন্দোগান।