• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

রংপুরের বিপক্ষে চট্টগ্রামের ছোট সংগ্রহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৮:১৭ পিএম
রংপুরের বিপক্ষে চট্টগ্রামের ছোট সংগ্রহ

শুরু থেকেই উইকেট হারাতে থাকলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রাইডার্সের বোলারদের তোপে কেউই যেন উইকেটে থিতু হতে পারছিলেন না। শেষ পর্যন্ত এই ম্যাচে চট্টগ্রামের অধিনায়কত্ব করা জিয়াউর রহমান ও তৌফিকের দুই ছোট ইনিংসে রংপুরকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। একে একে ফিরে যান উসমান খান, মেহেদী মারুফ ও ম্যাক ও’দাউদ।

পাওয়ার প্লে শেষে উইকেটে আসা যাওয়ার মিছিল থামেনি। ব্যাট হাতে ঝড়ের আভাসা দেওয়া আফিফ ফিরেছেন ইনিংসের সপ্তম ওভারে যখন তার নামের আট বলে ১৫ রানের ইনিংস।

এরপর কার্টিস ক্যাম্পারও দ্রুত বিদায় নেওয়ার পর এই ম্যাচে অধিনায়কত্ব করা জিয়াউর রহমান আর তৌফিখ খান মিলে প্রাথমিক চাপ সামলে রান বাড়ানোর চেষ্টা করেন।

ইনিংসের সপ্তম ওভারে ইফতিখার ফিরলে ভাঙে তাদের ৩৮ রানের জুটি। তার ব্যাট থেকে এসেছে ২৬ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংস।

সঙ্গী হারানোর পর দ্রুত বিদায় নেন জিয়াউরও। ফেরার আগে চট্টগ্রামের আজকের অধিনায়ক খেলেছেন ২৫ বলে ২ চার ও তিন ছক্কায় ৩৩ রানের দুর্দান্ত ইনিংস।

এরপর শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ১৭ এবং বিজয়কান্তের ১১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।

Link copied!