• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

মারুফ-শুভাগত ঝড়ে বড় সংগ্রহ চট্টগ্রামের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৮:৩৩ পিএম
মারুফ-শুভাগত ঝড়ে বড় সংগ্রহ চট্টগ্রামের

মেহেদী মারুফের আগ্রাসী ব্যাটিংয়ে ঝড়ো শুরু পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  এরপর মাঝে আফিফ হোসেন ও শেষদিকে শুভাগত হোমের ঝড়ো ইনিংসে সিলেট স্ট্রাইকার্সকে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।

শনিবার (২৮ জানুয়ারি) আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই উসমান খানের উইকেট হারায় চট্টগ্রাম। তবে এরপর মেহেদী মারুফ ও আফিফের ঝড়ো ব্যাটিংয়ে ঝড়ো শুরু পেয়েছিল চট্টগ্রাম।

ইনিংসের ৮৮ রানে আফিফ ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার আগে ২৭ বলে ৩৪ রানের ইনিংস। আফিফ ফেরার পর মাত্র দুই রানের ব্যবধানে ফিরে যান মারুফও। তিনি খেলেন ৪০ বলে সাত চার ও দুই ছক্কায় ৫২ রানের ইনিংস।

এদিন ওপেনিং থেকে পাচ নম্বরে নেমেও ব্যর্থ ম্যাক্স ও‍‍`দাউদ। এরপর ব্যাট হাতে ইনিংসের শেষদিকে সিলেটের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৯ বলে সমান তিনটি করে চার ও ছক্কা হাকিয়ে ৫৪ রানের ইনিংস খেলেছেন হোম। তার ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৪ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।

Link copied!