• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

কোরিয়াকে হারিয়ে ভারত, পাকিস্তানকে পরাজিত করে চীন ফাইনালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৬:১২ পিএম
কোরিয়াকে হারিয়ে ভারত, পাকিস্তানকে পরাজিত করে চীন ফাইনালে
ভারতের গোলমুখে কোরিয়ার আক্রমণের ব্যর্থ চেষ্টা। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। সোমবার প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। সোমবার অপর সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়েছে চীন।

মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ চীন।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ভারত। খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল সেটা। একের পর এক আক্রমণে উঠছিল তারা। চাপে ছিল দক্ষিণ কোরিয়ার রক্ষণ। প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোলের সুযোগ পায় ভারত। ১৩ মিনিটের মাথায় সার্কেলে ঢুকে পাস দেন আরাইজিৎ সিংহ। গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তম সিং। গোল করতে ভুল করেননি তিনি। এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে পেনাল্টি কর্নার পায় কোরিয়া। সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও চাপ বাড়াতে থাকে ভারত। ওপেন প্লে থেকে বার বার দক্ষিণ কোরিয়ার সার্কেলে ঢুকে পড়ছিলেন অভিষেক, সুখজিৎ সিংরা। ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তার শট আটকাতে পারেননি দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে গোল আসেনি। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।

খেলায় ফিরতে হলে তৃতীয় কোয়ার্টারের শুরুতে গোল করতে হত দক্ষিণ কোরিয়াকে। কিন্তু তার উল্টো হল। ৩২ মিনিটের মাথায় সুমিতের কাছ থেকে লম্বা বল পান জারমানপ্রীত সিং। বল ধরে সার্কেলে ঢুকে জোরাল শটে গোল করেন তিনি। ৩-০ এগিয়ে যায় ভারত। অবশ্য পরের মিনিটেই খেলায় ফেরে দক্ষিণ কোরিয়া। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেনম ইয়াং জিহুন। ভারতের গোলরক্ষক কৃষ্ণ পাঠক বল প্যাডে লাগালেও বার করতে পারেননি।

তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। চলতি প্রতিযোগিতায় সাতটি গোল করেছেন ভারত অধিনায়ক। সাতটিই পেনাল্টি কর্নার থেকে।

Link copied!