• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধোনির মাইলফলকের দিনে চেন্নাইয়ের প্রথম জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০১:০৯ এএম
ধোনির মাইলফলকের দিনে চেন্নাইয়ের প্রথম জয়
ছবি: আইপিএল

আট নম্বর ব্যাটার হিসেনে উইকেটে আসলেন ইনিংসের শেষ ওভারে। তৃতীয় বলে আউট হওয়ার আগে প্রথম দুই মারলেন বিশাল দুই ছক্কা। স্রেফ তিন বলে ১২ রানের ইনিংস। আর তাতেই আইপিএল ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইফলক স্পর্শ করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অধিনায়কের মাইফলক ছোঁয়ার দিনে আসরে প্রথম জয়ের দেখা পেলো চেন্নাই। সোমবার (৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে ১২ রানে হারিয়ে চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এদিন আগে ব্যাটিং করে ২১৭ রানের পাহাড়সম সংগ্রহ পায় চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেম ২০৫ রানে থামে লক্ষ্ণৌ।

আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের ব্যাটে উড়ন্ত শুরু পায় চেন্নাই। ঋতুর ব্যাট থেকে আসে ৩১ বলে ৫৭ রান। ২৯ বলে ৪৭ রান করেন কনওয়ে। দুই ওপেনার মিলেই তুলে ফেলেন ১১০ রান।

এরপর শিভম দুবের ২৭, মঈন আলির ১৯ ও আম্বাতি রাইডুর ২৭ রানের ক্যামিওতে ২১৭ রানের পুঁজি পায় চেন্নাই। ইনিংসের শেষ ওভারে তিন বলে ১২ রানের ইনিংস খেলার পথে সপ্তম ব্যাটার হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধোনি।

এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না এবং এবি ডি ভিলিয়ার্স।  কোহলি এবং ধাওয়ানের তো ছয় হাজারের বেশি রান রয়েছে।

লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ঝড়ো শুরু এনে দেন কেএল রাহুল ও কায়াল মায়ার্স। দুজনের জুটিতে ওঠে ৭৯ রান। ২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন মায়ার্স। এরপর দ্রুত ফিরে যান দীপক হুদা ও রাহুল। এক মঈন আলির স্পিন সামলাতে গিয়ে লেজেগোবরে অবস্থা হয় দলটির।

একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিকোলাস পুরান। তবে ১৮ বলে ৩২ রান করে তিনি ফিরলে আশার প্রদীপ নিভে যায় লক্ষ্ণৌর। শেষদিকে  ৩ বলে ১০ রান তুলে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন মার্ক উড। শেষ পর্যন্ত ২০৫ রানে লক্ষ্ণৌর ইনিংস।  মঈন আলী ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচে নিয়েছেন ৪ উইকেট।

Link copied!