• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোস্তাফিজকে ছেড়ে দিয়ে কারণ ব্যাখ্যা করেছে চেন্নাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:৩১ পিএম
মোস্তাফিজকে ছেড়ে দিয়ে কারণ ব্যাখ্যা করেছে চেন্নাই
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

মাত্র পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। গত আসরে দুর্দান্ত বোলিংয়ের পরও আইপিএলের মেগা নিলামের আগে রিটেনশন তথা ধরে রাখা চেন্নাই দলের তালিকায় জায়গা হয়নি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান, কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রসহ আরও বেশ কয়েকজনের। রিটেনশন নিয়ে এবার নিজেদের ব্যাখ্যা দিলো চেন্নাই।

আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এই নিলাম।

চেন্নাই এবার ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে।

সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের আগে এই বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কোন প্লেয়াররা গতবছর আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে। তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না।’

চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে খুব একটা খারাপ করেননি ফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন তিনি। তবে আসন্ন আসরের আগে আর তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কর্তৃপক্ষ।

এদিকে, সৌদি আরবে অনুষ্ঠিতব্য নিলামে ১৩ বাংলাদেশি নাম দিয়েছেন। ধারণা করা হচ্ছে, মোস্তাফিজও থাকছেন নিলামের টেবিলে। সেখান থেকেও চেন্নাই বা অন্য কেউ দলে ভেড়াতে পারে টাইগার এই পেসারকে।

Link copied!